Event Details

Worksop on RUET Campus Networking and ICT Vision 2022

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাস নেটওয়ার্কের উন্নয়ন, অটোমেশন সিস্টেম বাস্তবায়ন, সিকিউরিটি ও আইটি সাপোর্ট জোরদারকরণের উদ্দেশ্যে রুয়েট-এ ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে “রুয়েট ক্যাম্পাস নেটওয়ার্কিং এন্ড আইসিটি ভিশন” শীর্ষক  দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন, আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।দিনব্যাপী আয়াজিত কর্মশালাটি দুটি পর্যায়ে বিভক্ত ছিলো। প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও ২য় পর্যায়ে কিনোট সেশন অনুষ্ঠিত হয়। কিনোট সেশনে আইসিটি বিষয়ক তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন আইসিটি সেল ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের কর্মকর্তাবৃন্দ।